এক দিন সময় নিয়েই ঘুরে আসতে
পারেন নেত্রকোণার এক কোণায় অবস্থিত সুসং দুর্গাপুরের বিরিশিরি থেকে। এখানে
নদী এবং পাহাড়ের অপূর্ব সমন্বয় ঘটেছে।
কি কি দেখার আছে [Locations]:
১) বিজয়পুর চীনামাটির খনি (Bojiypur Hill of Porcelain)
২) রানীখং গীর্জা (Queen's Church)
৩) কালচারাল একাডেমী (Cultural Academy)
৪) সমশ্বরী নদী (Someswary River)
৫) সাগর দিঘী (Sagor Lake)
চীনামাটির পাহাড় গুলো সাদা রং এর। কিছু কিছু জায়গায় মেরুন বা হালকা লাল রঙ বিদ্যমান। পাহাড় থেকে মাটি তোলায় সেখানে হ্রদের সৃষ্টি হয়েছে। বেশির ভাগ হ্রদ্রের পানির রঙ নীল। কিছু কিছু জায়গায় সবুজাভ নীল। কিছু জায়গায় সাদা, কিছু জায়গায় লাল। তবে হ্রদ থেকে পানি তুলে খনন করার জন্য লাল পানি এখন আর নেই। হ্রদের উপড় পাহাড় চূড়ায় কিছুক্ষণ জিড়িয়ে নিতে দারুন লাগবে। বিজয়পুর এর ট্যুরিষ্ট সিজন শীতকাল। তখন পানী গাঢ নীল থাকে।
The main attraction of Birishiri is Bijoypur's Porcelain Mine. There is also hills of different size of hills of Porcelain. White Porcelain Hills with Blue Lake made this place spectacular. Winter season is best for Birishiri tour.
দুর্গাপুর উপজেলা পরিষদ থেকে ৬ কিলোমিটার উত্তরে সীমান্তে সোমেশ্বরী নদীর কোল ঘেঁষেই রানীখং মিশনটি একটি উচু পাহাড়ে অবস্থিত। ১৯১০ সালে এ রাণীখং মিশনটি স্থাপিত হয়। যেখান থেকে প্রকৃতিকে আরও নিবিড়ভাবে উপভোগ করা যায়।
Queen's Church is situated in a hill beside Someswary River, 6km away from Durgapur Upazila Parishad. It is established in 1910.
Tribal culture is practiced in Birishiri Cultural Academy. Different Tribal Cultural Program held here in every year.
Situated beside Birishiri Union Parishad. Also renowned as Sagor Lake.
বলা যায় এই নদীটি একটি কয়লা খনি। সারা দিন স্থানীয় দিন-মজুররা এই নদীতে কয়লা তোলে। দিন শেষে স্থানীয় মদুদদার দের কাছে কয়লা বিক্রি করে। মেঘালয়ের গারো পাহাড় থেকে নেমে এসেছে এই সোমেশ্বরী নদী যার আদি নাম ছিলো ‘সমসাঙ্গ’। বিজয়পুর, রানী খং এসব জায়গায় যেতে হলে এই নদী নৌকায় পাড় হতে হয়।
It's also call as coal mine. Day labors pick coals from this river every day.
বিজয়পুর যাওয়ার সময় পথেই পড়বে কুল্লাগড়া মন্দির
Situated nearly Bijoypur.
(ক্রেডিটঃ Tourism Bangadesh / Facebook)
কি কি দেখার আছে [Locations]:
১) বিজয়পুর চীনামাটির খনি (Bojiypur Hill of Porcelain)
২) রানীখং গীর্জা (Queen's Church)
৩) কালচারাল একাডেমী (Cultural Academy)
৪) সমশ্বরী নদী (Someswary River)
৫) সাগর দিঘী (Sagor Lake)
- বিজয়পুর [Bijoypur]
চীনামাটির পাহাড় গুলো সাদা রং এর। কিছু কিছু জায়গায় মেরুন বা হালকা লাল রঙ বিদ্যমান। পাহাড় থেকে মাটি তোলায় সেখানে হ্রদের সৃষ্টি হয়েছে। বেশির ভাগ হ্রদ্রের পানির রঙ নীল। কিছু কিছু জায়গায় সবুজাভ নীল। কিছু জায়গায় সাদা, কিছু জায়গায় লাল। তবে হ্রদ থেকে পানি তুলে খনন করার জন্য লাল পানি এখন আর নেই। হ্রদের উপড় পাহাড় চূড়ায় কিছুক্ষণ জিড়িয়ে নিতে দারুন লাগবে। বিজয়পুর এর ট্যুরিষ্ট সিজন শীতকাল। তখন পানী গাঢ নীল থাকে।
The main attraction of Birishiri is Bijoypur's Porcelain Mine. There is also hills of different size of hills of Porcelain. White Porcelain Hills with Blue Lake made this place spectacular. Winter season is best for Birishiri tour.
- রানীখং গীর্জা [Queen's Church]
দুর্গাপুর উপজেলা পরিষদ থেকে ৬ কিলোমিটার উত্তরে সীমান্তে সোমেশ্বরী নদীর কোল ঘেঁষেই রানীখং মিশনটি একটি উচু পাহাড়ে অবস্থিত। ১৯১০ সালে এ রাণীখং মিশনটি স্থাপিত হয়। যেখান থেকে প্রকৃতিকে আরও নিবিড়ভাবে উপভোগ করা যায়।
Queen's Church is situated in a hill beside Someswary River, 6km away from Durgapur Upazila Parishad. It is established in 1910.
- কালচারাল একাডেমি [Cultural Academy]
Tribal culture is practiced in Birishiri Cultural Academy. Different Tribal Cultural Program held here in every year.
- কমলা রাণী দিঘী [Komola Rani's Lake]
Situated beside Birishiri Union Parishad. Also renowned as Sagor Lake.
- সোমেশ্বরী নদী [Someswary River]
বলা যায় এই নদীটি একটি কয়লা খনি। সারা দিন স্থানীয় দিন-মজুররা এই নদীতে কয়লা তোলে। দিন শেষে স্থানীয় মদুদদার দের কাছে কয়লা বিক্রি করে। মেঘালয়ের গারো পাহাড় থেকে নেমে এসেছে এই সোমেশ্বরী নদী যার আদি নাম ছিলো ‘সমসাঙ্গ’। বিজয়পুর, রানী খং এসব জায়গায় যেতে হলে এই নদী নৌকায় পাড় হতে হয়।
It's also call as coal mine. Day labors pick coals from this river every day.
- কুল্লাগড়া মন্দির [Kullapara Temple]
বিজয়পুর যাওয়ার সময় পথেই পড়বে কুল্লাগড়া মন্দির
Situated nearly Bijoypur.
(ক্রেডিটঃ Tourism Bangadesh / Facebook)